অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি নিয়ে গত ৯ নভেম্বর রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, অযোধ্যার জমি শর্তসাপেক্ষে দেওয়া হোক হিন্দুদের। মুসলিমদের মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দেওয়া হোক। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, ৩-৪ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তৈরি করতে হবে ট্রাস্ট। সেই ট্রাস্ট ওই জমিতে মন্দির নির্মাণের জন্য রূপরেখা তৈরি করবে। আর অযোধ্যাতেই মসজিদের জন্য মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হবে ৫ একর বিকল্প জমি।
মুসলিমদের জন্য বিকল্প এই জমিতে মসজিদ নির্মাণ করার পক্ষে নন বলিউড অভিনেতা সালমান খানের বাবা তথা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। সেলিম খান বলেন, ‘ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এতদিনে অযোধ্যা বিতর্কের ইতি হলো। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরোনো সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই। তারচেয়ে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভালো স্কুল ও হাসপাতাল প্রয়োজন। ওই পাঁচ একর জমিতে কলেজ নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নামাজ তো যেখানে খুশি পড়া যায়। ট্রেনে, বিমানে, মাটিতে, যেকোনো জায়গায় নামাজ পড়তে পারি। বরং আমাদের ভালো স্কুল প্রয়োজন। দেশের ২২ কোটি মুসলমানের জন্য ভালো শিক্ষা প্রয়োজন। তাহলে অনেক সমস্যা দূর হবে।’
মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবে শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।