অনলাইন ডেস্ক: অভিনব পদ্ধতিতে নকল স্বর্ণের গহনা বিক্রি করতে এসে কর্ণফুলীতে ধৃত বাশঁখালীর এক মহিলা।
ধৃত ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ রাত সাড়ে ৭টার সময় উপজেলার ইছানগরের বিএফডিসি মোড়ে জাগির হাজীর মার্কেটের জি.বি.এল জুয়েলার্স এর একটি সোনার দোকানে দেড় ভরি ওজনের দুটি হাতের গহনা বিক্রি করতে আসেন রোজী আকতার এই প্রতারক মহিলা।
পুলিশ বলছে, ধৃত ওই মহিলার নাম রোজী আকতার স্বামী মৃত মুজিবর রহমান। তিনি বাশঁখালী ছনুয়া এলাাকার ডোংরা গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে কর্ণফুলীর কালামিয়া বাজার বসবাস করে বলে তথ্য দিয়েছেন।
স্বর্ণ ব্যবসায়ীর কাছে এক সপ্তাহ আগেও একই মহিলা দুটি কানের নকল দুল বিক্রি করে ৯হাজার টাকা নিয়ে যায় জানান ব্যবসায়ী সুভাষ দাশ। সুচতুর দোকানদার প্রথম বার বুঝতে না পারলেও দ্বিতীয়বার একই মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় সোনার গহনা কিনবেন বলে স্থানীয় লোকজনকে কৌশলে জড়ো করেন।
এরপরেই ধৃত মহিলাকে আটক করে কর্ণফুলী থানা পুলিশের হাতে তুলে দেন স্বর্ণ ব্যবসায়ী। এবং ওসি তদন্তের নির্দেশে দ্রুত এএসআই সেলিম ঘটনাস্থল হতে মহিলাকে আটক করে থানায় নিয়ে যান।
নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়েছেন প্রতারক চক্রের ওই মহিলা বিষয়টি নিশ্চিত করেন পাশের ব্যবসায়ি শেখ আহমেদ মেম্বার।
থানায় অভিযোগ স্বীকার করেছেন ধৃত মহিলা রোজী আকতার।
কর্ণফুলী থানার ওসি তদন্ত মোঃ ইমাম হাসান জানান, “দোকানদার বাদী হয়ে ধৃত মহিলার নামে প্রতারণা মামলা দায়ের করা হচ্ছে”।