লোকালয় ২৪

]অবৈধ শ্রমিকদের সমস্যা সমাধানে মালদ্বীপের সঙ্গে সমঝোতা হয়েছে: প্রধানমন্ত্রী

শুক্রবার মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা এ কথা বলেন। [৩] তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ আমাদের দায়িত্ব। দালাল ধরে বিদেশে আসা ঠিক নয়, বৈধ পথে আসার সব ব্যবস্থা করেছে সরকার। [৪] শেখ হাসিনা বলেন, মালদ্বীপ থেকে প্রবাসীরা যেনো সরাসরি টাকা পাঠাতে পারেন সেই বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কাজ করবে। এছাড়া প্রবাসীদের যোগাযোগের অসুবিধা দূর করতে মালদ্বীপে সরাসরি যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। [৫] তিনি বলেন, অনেকের ভিসার মেয়াদ না থাকা সত্ত্বেও টিকা নিশ্চিত করেছে মালদ্বীপ সরকার। [৬] তিনি আরও বলেন, আমরা শুধু বাংলাদেশের উন্নয়নই করছি না, দেশের মানুষের কর্মসংস্থানও করছি। আমরা সমগ্র বাঙালির জন্য একটি পাসপোর্ট, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছি।সম্পাদনা: সালেহ্ বিপ্লব