নিজস্ব প্রতিবেদক : চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুন অবহেলার কারণে ঘটেছে। তদন্তে যাদের দোষ প্রামাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার দুপুরে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘অবহেলার অভিযোগ এনে এ মামলা করা হয়েছে। কেননা প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি অবহলোর কারণেই ঘটেছে। সংশ্লিষ্টদের অবহেলার কারণেই ভবনে বিপুল পরিমাণ কেমিক্যাল বা দাহ্য পদার্থ ছিল। কেননা এখানে কেমিক্যাল থাকার কথা নয়। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। তদন্তে করে তাদের আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারে ভয়াবহ আগুনে ৬৭ জন মারা যান।