লোকালয় ২৪

অবশেষে স্বেচ্ছামৃত্যুতে সফল হলেন অস্ট্রেলিয়ার শতবর্ষী সেই বিজ্ঞানী

অবশেষে স্বেচ্ছামৃত্যুতে সফল হলেন অস্ট্রেলিয়ার শতবর্ষী সেই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ড গিয়ে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ১০৪ বছর বয়সী জীববিজ্ঞানী ডেভিড গুডাল।

১০ মে, বৃহস্পতিবার এ বিজ্ঞানীকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন এক্সিট ইন্টারন্যাশনালের পরিচালক। এক্সিট ইন্টারন্যাশনাল হচ্ছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছামৃত্যুর জন্য নিবেদিত একটি গবেষণা প্রতিষ্ঠান।

সুইজারল্যান্ডে থাকা স্বেচ্ছামৃত্যু আইনের সুযোগ গ্রহণ করতে সম্প্রতি দেশটিতে যান ব্রিটিশ বংশোদ্ভুত বিজ্ঞানী গুডাল।

এক্সিট ইন্টারন্যাশনাল জানায়, তাদের সেবা নেওয়া প্রথম সদস্য গুডালের চিন্তা-ভাবনায় প্রায় ২০ বছর ধরে আত্মহত্যার বিষয়টি ছিল। কিন্তু গত বছর নিজের জীবন মানের অবনতি হওয়ার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন।

সদ্য প্রয়াত ড. ডেভিড গুডল ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী। ৭০ বছরের ক্যারিয়ারে পরিবেশ বিষয়ে তিনি শতাধিক গবেষণাপত্র লিখেছেন।

এই বছরের এপ্রিল মাসের প্রথম দিকে ১০৪ বছরে পা দেন ডেভিড। তখন সংবাদমাধ্যম এবিসি চ্যানেলে এক সাক্ষাৎকারে এই ইকোলজিস্ট বলেন, ‘জীবনে এতগুলো বছর পাওয়ার জন্য আমার অনুশোচনার অন্ত নেই। আমি সুখী নই। আমি মৃত্যু চাই। মৃত্যু আমার জন্য বিশেষ কোনো দুঃখের বিষয় নয়। আমি দুঃখ পাচ্ছি, কারণ এর কোনো প্রতিকার নেই।

আমি মনে করি আমার মতো বৃদ্ধ মানুষের জন্য নাগরিকত্বের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আত্মহত্যা করার অধিকারও দেওয়া উচিত।’