বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: টানা তিন দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে অফিস আদালত খুললেও বাহুবলের অধিকাংশ অফিসপাড়া কর্মচাঞ্চল্যহীন।
বাহুবলের অধিকাংশ অফিসে কর্মকর্তা কর্মচারী এখনো আসেননি।
গত বৃহস্পতিবার থেকেই বেশ ক জন কর্মকর্তা অফিসে আসেননি। বৃহস্পতিবার সকালে খাতায় স্বাক্ষর করেই উপজেলা ছেড়েছেন অনেক কর্মকর্তারা।
টানা তিন দিনের ছুটির আমেজে বাহুবলের অফিসপাড়া জনমানব শুন্য রয়েছে। আজ অফিস খুললেও কর্মকর্তা কর্মচারীদের উপস্তিত ছিল কম।
বলা চলে অর্ধেকের চেয়ে বেশি দপ্তরে নেই প্রধানগণ। নেই সহকারী ও স্টাফও।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসা মিটু নামের ব্যক্তি জানান, পুরো উপজেলা ঘুরে কোন কর্মকর্তা পাইনি। পিয়ন দরজা খুলে রেখেছে। মনে হচ্ছে আজ কোন অবরোধ চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক বলেন, তিনি জেলার একটি মিটিংয়ে আছেন। তবে কেন কর্মকর্তারা দপ্তরে নেই বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।