লোকালয় ২৪

অপসারিত টার্নবুল বললেন, আমি পার্লামেন্ট ছেড়ে যাচ্ছি…

আন্তর্জাতিক ডেস্ক: দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ম্যালকম টার্নবুলকে অপসারণ করে শুক্রবার অর্থমন্ত্রী স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি।

লিবারেল পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচনের এ ভোটগ্রহণে টার্নবুলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া পিটার ডাটন এবং পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মরিসনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেষ পর্যন্ত ডাটনকে ৪০-৪৫ ভোটে হারিয়ে দলের নতুন নেতা নির্বাচিত হন মরিসন।

শুক্রবারের ভোটাভুটির আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা ম্যালকম টার্নবুলকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চাপ দেয়া হতে থাকে। তবে টার্নবুলের শেষ পর্যন্ত প্রতিযোগিতায় না থাকাটা রাজনীতিকে বিদায় জানানোর ইঙ্গত দেয়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পার্লামেন্ট ছেড়ে যাচ্ছি… ।’

এদিকে টার্নবুল সত্যই পার্লামেন্ট ছেড়ে দিলে শঙ্কায় পড়তে পারে মাত্র এক আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকা ক্ষমতাসীন লিবারেল পার্টি। কারণ টার্নবুলের ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।