অনলাইনে কেনা আলমারিতে পাওয়া গেল ‘গুপ্তধন’

অনলাইনে কেনা আলমারিতে পাওয়া গেল ‘গুপ্তধন’

অনলাইনে কেনা আলমারিতে পাওয়া গেল ‘গুপ্তধন’
অনলাইনে কেনা আলমারিতে পাওয়া গেল ‘গুপ্তধন’

লোকালয় ডেস্কঃ অনলাইনে কেনাকাটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে। এই মাধ্যমে পণ্য কিনতে গিয়ে ‘গুপ্তধন’ পাওয়ার কথা হয়তো শুনেননি অনেকেই। অবাক হওয়ার মতো বিষয় হলেও এমনটাই ঘটেছে রোমানিয়ায়।

রোমানিয়া ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার ৩৩ বছর বয়সী এক যুবক অনলাইন কেনাকাটার একটি প্রতিষ্ঠান থেকে আলমারি কিনে আনেন। আর সেই আলমারি থেকেই তিনি পেয়েছেন ওই গুপ্তধন।

বেলজিয়ামের একটি নির্মাণ সংস্থায় কর্মরত ওই যুবক রোমানিয়ার আরাদ এলাকার এক ব্যক্তির কাছ থেকে আলমারিটা কিনে বাড়িতে নিয়ে আসেন। পরে আলমারিটি খুলেই তিনি সেখান থেকে ৯৫ হাজার ইউরো পান। বাংলাদেশি টাকায় যা ৯০ লাখ টাকার বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, এত অর্থ পাওয়ার পরও ওই যুবক মন থেকে খুশি হতে পারছিলেন না। কারণ তার আশঙ্কা ছিল, দুর্বৃত্তরা এসে সেই টাকা নিয়ে যেতে পারে কিংবা তার পরিবারের সদস্যদের কোনো রকম ক্ষতি করতে পারে।

একপর্যায়ে যুবক ওই অর্থের আসল মালিককে খোঁজা শুরু করেন। বন্ধুর সহযোগিতায় মালিককে খুঁজেও বের করে ফেলেন তিনি।

হারিয়ে যাওয়া অর্থ পেয়ে বেশ কৃতজ্ঞ মালিক। খুশি হয়ে ৯ হাজার ৫০০ ইউরো দিয়ে দেন যুবককে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com