লোকালয় ২৪

অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক : অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা যাতে কমানো যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা হলো-

১. যথাযথ প্রক্রিয়ায় আইনকানুন মেনে বহুতল ভবন নির্মিত হয়েছে কি না তা সরেজমিন পরিদর্শন করে ক্লিয়ারিং সনদ দেবে ফায়ার সার্ভিস।

২. ফায়ার সার্ভিস ভবনগুলো নিয়মিত তদারকি করবে।

৩. ফায়ার সার্ভিসের সনদ নিয়মিত নবায়ন করতে হবে। যেভাবে কলকারখানার সনদ নবায়ন করা হয়।

৪. অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।

৫. ফায়ার সার্ভিস যাতে অবাধে কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

৬. বহুতল ভবনে শতভাগ ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে।

৭. ঢাকা শহরের জলাধার সংরক্ষণ করতে হবে, যাতে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি পেতে সমস্যা না হয়।