৬ মাস আগে ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক, এখন চালাচ্ছেন ফার্মেসী

৬ মাস আগে ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক, এখন চালাচ্ছেন ফার্মেসী

৬ মাস আগে ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক, এখন চালাচ্ছেন ফার্মেসী
৬ মাস আগে ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক, এখন চালাচ্ছেন ফার্মেসী

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার মনতলা বাজারে এক কিন্ডারগার্টেন শিক্ষক এখন ফার্মেসী চালাচ্ছেন।
জানা যায় গত ৬ মাস আগেও দিলীপ সুত্রধর নামে এক ব্যক্তি মনতলা বাজারের রেল স্টেশন সংলগ্ন দিশারী বিদ্যা নিকেতনে শিক্ষকতা করতেন।  হঠাৎ করে তিনি ফার্মেসীর মালিক হয়ে কোন ঔষধ বিষয়ক দক্ষতা ছাড়াই ঔষধ বিক্রি করে চলেছেন। এছাড়া তাহার নাই ঔষধ অদিদপ্তরের কোন ড্রাগ লাইসেন্স, নাই কোন সার্টিফিকেট, নাই ঔষধ বিক্রয়ের অনুমতিপত্র কোন ফার্মাসিস্ট ও ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যক্তি জানান তাহার কাছে ঔষধ আনতে গেলে কোথায় জানি ফোন করে জানেন কি ঔষধ দেওয়া যায়। এভাবেই নামি দামি এন্টিবায়োটিক সহ বিভিন্ন প্রকার ঔধধ দিয়ে রুগিদের চিকিৎসা দেন। ফলে রুগি ভাল হওয়া তো দুরের কথা আরো খারাপ আকার ধারন করছে। ফলে যে কোন সময় সাধারন রুগিরা মৃত্যুর কোলে ডলে পড়তে পারে। সচেতন মহলের দাবী তার অপচিকিৎসা বন্ধ করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com