২০২২ সালের মধ্যে মহাকাশে মনুষ্যবাহী বিমান পাঠাবে ভারত

২০২২ সালের মধ্যে মহাকাশে মনুষ্যবাহী বিমান পাঠাবে ভারত

২০২২ সালের মধ্যে মহাকাশে মনুষ্যবাহী বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় ভরাত, যার একদিন আাগে পাকিস্তানও স্বাধীনতা লাভ করে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারত বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি অর্জন করতে যাচ্ছে জানিয়ে মোদি বলেন, মহাকাশযাত্রী পুরুষ ও নারী যে কেউ হতে পারে।

যে ক্যাপসুলের ভেতরে করে নভোচারীকে বহন করা হবে, ভারত কয়েকদিন আগে মহাকাশে পাঠানোর ওই ক্যাপসুলটি পরীক্ষা চালিয়েছে।

১৯৮৪ সালে সোভিয়েয়েতের রকেটে করে রাকেশ শর্মা নামের এক ব্যক্তি প্রথম ভারতীয় ব্যক্তি হিসেবে মহাকাশে যান।

এছাড়াও ২০১৪ সালে মঙ্গলগ্রহে সফলতার সাথে স্যাটেলাইট পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com