লোকালয় ডেস্কঃ ‘১৫ বছর ধরে আমরা নৌকায় ভোট দিতে পারি না। আমাদের প্রাণের মার্কায় ভোট দেয়া থেকে আমরা বঞ্চিত। এবার আমরা নৌকায় ভোট দিতে চাই।’ সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাবিলের মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভী।
তিনি বলেন, আমি আপনাদের মনের কথা, ব্যথা, সবই বুঝি। আপনাদের মতো আমিও একজন শেখ হাসিনার কর্মী। নারায়ণগঞ্জ-৫ আসনে আপনাদের যে দাবি নৌকার প্রার্থী দেয়া হয়, এটা আমারও দাবি। আপনাদের এই দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে করবো। তবে আপনাদের কাছে অনুরোধ করবো এই ইফতার মাহফিলে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেন।
মেয়র আইভী বলেন, সবাই এখানে এসেছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সব কথার শেষ কথা হলো প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমাদের প্রধান কাজ হচ্ছে নৌকা প্রতীককে জয়ী করা।
Leave a Reply