১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু

১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুকে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রবীণ রাজনীতিবিদ দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের দক্ষতা প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্বপালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মারা যাওয়ার ১৪ দলের সমন্বয়ক হিসেবে এই প্রবীণ নেতা আমির হোসেন আমুকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com