বিনোদন ডেস্ক- রেল স্টেশন থেকে রাণু মণ্ডল এখন সেলিব্রেটি। বলিউট তারকা হিমেশের সঙ্গে ডুয়েট করে পেয়েছেন খ্যাতি। হিমেশও রাণু মণ্ডলকে প্রাধান্য দিয়ে থাকে।
কিন্তু গত বৃহস্পতিবার রাণুর টানে কলকাতায় এসেছিলেন হিমেশ রেশমিয়া। নতুন বছরে তা নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এই ছবির একটি গানেই ডুয়েট করেছেন রাণু। কিন্তু সেই সংবাদ সম্মেলনে হিমেশের পাশে পাওয়া যায়নি রাণুকে। হিমেশের সংবাদ সম্মেলনে রাণু উপস্থিতই হননি।
বিষয়টি নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হিমেশ রেশমিয়া ছবির প্রচারে কলকাতায় গিয়েছিলেন। তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন ‘রানুদির টানেই কলকাতায় ছুটে এসেছি।’
Leave a Reply