সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য হবিগঞ্জ শহরজুড়ে শনিবার (২৭ মে) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরো শহরে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
প্রতিষ্ঠানটির হবিগঞ্জের সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, শনিবার জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে হবিগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইনটি মেরামত করা হবে।
এজন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ বিষয়ে শহরজুড়ে মাইকিং করা হয়েছে।
তিনি আরও জানান, হবিগঞ্জ জেলা শহরে বিপিডিবির গ্রাহক সংখ্যা ২৮ হাজারের বেশি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর লক্ষ্যে মেরামত কাজ করা হবে।
Leave a Reply