হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংস্কারে ১২ কোটি টাকার প্রকল্প।

হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংস্কারে ১২ কোটি টাকার প্রকল্প।

হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংস্কারে ১২ কোটি টাকার প্রকল্প

.

মোঃ সনজব আলীঃ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সড়কটি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রীয়া সম্পন্ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

 

সড়ক ও জনপথ বিভাগ প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে শহরের প্রধান সড়ক আরসিসি ঢালাই দ্বারা সংস্কার করবে। এ সংস্কারের ফলে শহরে যানজট অনেকটা নিরসন হবে। তবে পুরোপুরি যানজন নিরসনে গণপরিবহনকে নির্দিষ্ট নিয়মের আওতায় নিয়ে আসতে হবে।

 

এমপি আবু জাহির আরও জানান, আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটলে সরকারের উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়। তাই মাঠ পর্যায়ে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

 

এ সময় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে মাস্ক পড়ার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণাও নির্দেশনা দিয়েছেন তিনি।

 

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com