‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন

‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হবিগঞ্জ জেলার পুলিশ সদস্যদের বীরত্বগাঁথা নিয়ে রচিত ‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। এসময় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি হবিগঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা ছাড়াও জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বইটিতে মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলার ২৯ জন পুলিশ সদস্যের বীরগাঁথা ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে হবিগঞ্জ পুলিশের ভূমিকা ও তাদের নানা অবদানের কথা তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com