সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১
হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রাথীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা শেষে এ ঘোষণা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি জানান, গত ২৭ মে মনোনয়ন পত্র দাখিলের শেষে দিনে ৮ জন প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে মঙ্গলবার যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হল, আওয়ামীলীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মর্ত্তুজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, গাজী পারভেজ হাসান।

এছাড়াও ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে আব্দুল্লাহ আল কাফি ফুজায়েল-এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৪ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com