হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষসহ আটক দুই

হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষসহ আটক দুই

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে সাপের বিষসহ বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন। এ ব্যাপারে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সার্জেন্ট স্বপন মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল একটি মামলা দায়ের করেছেন।
সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই পাচারকারীসহ বেশ কয়েকজনের সাপের বিষ পাচারের একটি চক্র রয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। রোববার রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটঘরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬টি ঝাড়ের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ারসহ আরও বেশ কিছু সরঞ্জাম।
এ ব্যাপারে র‌্যাবের পক্ষ আনুষ্ঠানিকভাবে কোন কিছু না জানালেও হবিগঞ্জ সদর মডেল থানা এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, র‌্যাব মামলায় উল্লেখ করেছে আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিষাক্ত সাপের বিষ সংগ্রহ ও পাচার করে আসছে। অভিযান পরিচালনাকালে আটককৃত জসিম মিয়ার ঘর থেকে একটি পারটেক্সের ছোট ব্যাক্সের ভিতর থেকে ৬টি কাঁচের ঝারে রাখা এ বিষগুলো উদ্ধার করা হয়। যার মূল প্রায় ৬ কোটি টাকা।

তিনি বলেন, এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করেছে এবং এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com