সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকির শতাধিক বিলাসবহুল গাড়ি এখন সিলেটে! দুবাইয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অপরাধ কর্মকাণ্ড রোধে সতর্ক পুলিশ শাহজীবাজার মাজারে প্রশাসনের আদেশ অমান্য করে কাফেলার আয়োজন সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক কোরেশনগরে হোটেল যুবরাজ থেকে লাশ উদ্ধার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছেলের বিয়ের দাওয়াতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মায়ের
হবিগঞ্জে ২১ লাখ টাকা নিয়ে উধাও বিজিবি’র সৈনিক

হবিগঞ্জে ২১ লাখ টাকা নিয়ে উধাও বিজিবি’র সৈনিক

lokaloy24.com

লোকালয় ডেক্স : হবিগঞ্জ থেকে ২১ লাখ নিয়ে উধাও হয়ে গেছে বরুণ বিকাশ চাকমা নামে এক বিজিবি’র সৈনিক। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে গত শনিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বরুণ বিকাশ চাকমা হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালস্থ বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে কর্মরত। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়ি দুরপর্য্যানাল এলাকার অনাদি রঞ্জন চাকমার পুত্র।
জানা যায়, বরুণ বিকাশ চাকমা নামে বিজিবি’র ওই সৈনিক ধুলিয়াখালস্থ বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে কর্মরত থাকার ফলে তার হাতে বিজিবি’র নগদ ৩ লাখ টাকা ছিল। এছাড়াও সে প্রতিমাসের পথম দিকে শহরের রাজনগরস্থ অনামিকা কমিউনিটি সেন্টারে ২য় তলায় অবস্থিত স্কাইডেস্ক কমিউনিকেশন থেকে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা লেনদেন করে আসছিল। এরই প্রেক্ষিতে মাসের শুরুর দিকেই সে ওই বিকাশ এজেন্ট থেকে প্রায় ১৮ লাখ টাকা নেয়। টাকা নেয়ার পর থেকেই ফোন বন্ধ রেখে উধাও হয়ে যায় বিজিবি’র ওই সৈনিক। এরপর থেকেই তার খোঁজ পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলেও তার কোন পাত্তাই পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হলে সর্বত্র শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে স্কাইডেস্ক কমিউনিকেশন (বিকাশের) সৈয়দ ইশতিয়াক হাসান বলেন, বরুণ বিকাশ চাকমা নামে বিজিবি’র ওই সৈনিক তাদের সাথে প্রায় ৬ থেকে ৭ মাস যাবত ব্যবসায়ীক লেনদেন করে আসছিলেন। তিনি বিকাশের মাধ্যমে তাদের কাছ লাখ লাখ টাকা নিয়ে বিজিবি’র বিভিন্ন কাজকর্ম করে আসছিলেন। সর্বশেষ এপ্রিলের শুরুতে তিনি তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা নেন। এর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিজিবি’র ক্যাম্পে গিয়েও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, বিজিবি’র পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে তারা শুধু তাদের ৩ লাখ টাকা নেয়ার কথা উল্লেখ করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সামিউন্নবী জানান, বরুণ বিকাশ চাকমা নামে ওই সৈনিক ক্যান্টিনের মোবাইল ব্যাংকিংয়ের দায়িত্বে ছিল। শনিবার বিকেল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com