হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি মেম্বারসহ ৫২ আসামি কারাগারে

হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি মেম্বারসহ ৫২ আসামি কারাগারে

হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি মেম্বারসহ ৫২ আসামি কারাগারে
হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি মেম্বারসহ ৫২ আসামি কারাগারে

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে মতিউর রহমান হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার আরজু মিয়াসহ ৫২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর আক্তার এ আদেশ দেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, গত বছরের ১৩ ডিসেম্বর জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের সাবেক মেম্বার আরজু মিয়া ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফরিদ মিয়ার লোক মতিউর নিহত হয়। এ সময় আহত হয় আরও ২০ জন। সংঘর্ষের পরদিন নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান আসামি করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রবিবার দুপুরে মামলার প্রধান আসামি আরজু মিয়াসহ ৫২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, আদালতে ৫২ আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com