বুধবার সকাল থেকে এ প্রতিবেদন দুপুর  ১২টায় লেখাকালে হবিগঞ্জ সদর থানার সামনে অবরোধ চলে।

এসময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা মালিক সমিতির আহবায়ক আহবায়ক স্বপন মিয়া, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সম্পাদক জুয়েল মিয়া, স্ট্যান্ড ম্যানেজার কামাল মিয়া, বুরহান উদ্দিন, তৈবব আলী, আমির আলী, হাবিব, জলিল প্রমুুখ।

এসময় বক্তারা বলেন, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে হাবিব খানকে ম্যানেজার দিয়ে দখল করে রাখা হয়েছে ওই স্ট্যান্ড। প্রতিদিন শ্রমিকদের কল্যাণে ৯ হাজার টাকা চাঁদা নেয়া হয়, যা প্রতিমাসে হয় ২ লাখ ৭০ হাজার টাকা হয়। অথচ শ্রমিক কল্যাণে ব্যায় হয় না।

এসব অনিয়মের প্রতিবাদে অবরোধ করেন শ্রমিকরা। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসন এর হস্তক্ষেপে পরিস্থিতি ঠিক হয়।