নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ২৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত, নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামী রয়েছে।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply