সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে পেঁয়াজের রশিদ না থাকায় ব্যবসায়িকে জরিমানা ।

হবিগঞ্জে পেঁয়াজের রশিদ না থাকায় ব্যবসায়িকে জরিমানা ।

হবিগঞ্জে পেঁয়াজের রশিদ না থাকায় ব্যবসায়িকে জরিমানা!

.

স্টাফ রিপোর্টারঃ পেঁয়াজের ক্রয় রশিদ দেখাতে না পারায় হবিগঞ্জে দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পেঁয়াজের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় এক অভিযান চালানো হয়।

তখন শামীম এন্টারপ্রাইজ ও জুলি স্টোরে পেঁয়াজ মজুদ থাকলেও ব্যবসায়ীরা ক্রয় রশিদ দেখাতে পারেনি। এ অভিযাগে উভয় প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগ নিতে চাইছেন কিছু ব্যবসায়ী। সেজন্য বাজার মনিটরিং চলছে। তখন ওই দু’টি প্রতিষ্ঠানে পেঁয়াজ থাকলেও ক্রয় রশিদ ছিল না। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য হবিগঞ্জ জেলা শহরের পেঁয়াজের বাজারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। অভিযানে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com