হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুরানো বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মানিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান। তিনি জানান, ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়ার সঙ্গে রইছ উল্লাহর ছেলে আব্দুর রউফের গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়। এর মধ্যে মহিবুর রহমান, সজলু মিয়া, সফিক মিয়া, সাইফুল মিয়া, দুদা মিয়া, নাজমুল ইসলাম, মুকিত মিয়া, আব্দুল করিম, হারিস মিয়া, শফিক মিয়া, রাবেয়া বেগম, সামছু মিয়া, আমিন উদ্দিন, নুরুল মিয়া, আব্দুল গনি, বিলাত মিয়া, গফুর মিয়া, নজির মিয়া, লোকমান মিয়া, আবুল কাশেম, আইনুউদ্দিন, আব্দুর রহিম, সালেক মিয়া, রজব আলি, নজরুল ইসলাম, মর্তুজ আলী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম, উজ্জল মিয়া, দানিস মিয়া, আমিন উদ্দিন, সহিদ মিয়া, মাসুম, আ. বাছির, নুরুল আমিন, আ. লতিফ, আব্দুস সোবাহান ও আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com