হবিগঞ্জে নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জে নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জে নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হবিগঞ্জে নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ার আব্দা এলাকায় নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চ্যারেটি সংগঠন লাইফ প্লাস ইউকে। সোমবার বিকেলে কাকিয়ার আব্দা গ্রামে খোয়াই নদীর বাধে ওই ত্রাণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের ৩ জন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এডভোকেট শামছুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য কোরবান আলী লিটন, বৈশাখী ফিড নেটওয়ার্কের পরিচালক মোঃ ফরিদ মিয়া প্রমুখ। বক্তারা নদী ভাঙ্গনের শিকার অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য লাইফ প্লাস ইউকে’র ত্রাণ কর্মসূচীর ভূয়শী প্রশংসা করেন। তারা নদীর বাঁধ রক্ষা করে খোয়াই পাড়ের মানুষজনকে স্বস্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এছাড়াও ত্রাণ কর্মসূচীর মূল উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সাফিউর রহমানের প্রশংসা করে বক্তারা বলেন তারা যাতে দেশের আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরো বেশী করে এগিয়ে আসতে পারেন সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। বিতরণে আরো উপস্থিত ছিলেন জুহিনুর চৌধুরী, মুর্শেদ আলম, সোহেল চৌধুরী, আহসান খাঁ, তুহিনুর তালুকদার, মহসিন তালুকদার, শাখায়াৎ হোসেন, সাজ্জাত নূর প্রমুখ। উল্লেখ্য লাইফপ্লাস ইউকে’র চেয়ারম্যান সম্প্রতি সরেজমিন উপস্থিত থেকে মৌলভীবাজার ও নবীগঞ্জ দীঘলবাকের বন্যার্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তাদের কর্মসূচীতে সহযোগিতা করে লাইফ প্লাস ইন্সটিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট (লিসা)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com