সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
হবিগঞ্জে কাজীর বিরুদ্ধে আইনমন্ত্রণালয়ে অভিযোগ দায়ের

হবিগঞ্জে কাজীর বিরুদ্ধে আইনমন্ত্রণালয়ে অভিযোগ দায়ের

মোঃ তারেক রহমান , হবিগঞ্জ: অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনে আইনমন্ত্রী বরাবর হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শায়েস্তানগর এলাকার মোঃ আব্দুল হান্নান নামের এক সচেতন নাগরিক। কিছু সংখ্যক কাজীরা সরকারী নীতিমালা অমান্য করে তাদের মনগড়াভাবে নিকাহ্ রেজিস্ট্রার করছেন।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউ/পি, কাকাইলছেও ও আজমিরীগঞ্জ সদরের তিন কাজীর অনিয়ম ও দুর্নীতির প্রভাবে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ওই ইউনিয়নগুলোতে দায়িত্বপ্রাপ্ত কাজীরা বাল্য বিবাহ, ভুয়া জম্ম সনদ সৃষ্টি করে নাবালিকা মেয়েদের বয়স বাড়িয়ে, বর ও কন্যার অনুপস্থিতে এবং সাক্ষরবিহীন নিকাহ নামায় বিবাহ সম্পাদন করে আসছে। তারা নিজেদের ইচ্ছামতে কাবিনের মোহরানা মুল্যের উপর নিজের ফি ও সরকারী রাজস্ব আদায় করেন। নিকাহ নামায় মোহরানার কলাম ফাকাঁ রেখে কন্যাপক্ষের সাথে বরপক্ষের কোন ধরনের মনোমালিন্য দেখা দিলে কন্যাপক্ষ ও বরপক্ষের মধ্যে যে আলোচনা মর্মে নির্ধারিত মোহরানা দেওয়ার কথা তার চেয়ে বহুগুণ বাড়িয়ে ওই ফাকাঁ জায়গায় নিজেদের ইচ্ছেমত টাকার অংক বসান কন্যা পক্ষের ইচ্ছা অনুসারে, মোটা অংকের অর্থের বিনিময়ে। শুধু তা নয়, কন্যা-বর ও স্বাক্ষীর স্বাক্ষরের জায়গা খালি রেখে পরবর্তিতে মোটা অংকের টাকার বিনিময়ে যে কোন ব্যাক্তিকে হয়রানি ও ক্ষতিগ্রস্থ করে আসছে।বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ২৩ অক্টোবর ২০১৮ইং তারিখে হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে কাজী মাওঃ আবজল হোসেন ১নং আজমিরীগঞ্জ, কাজী করম উদ্দিন ২নং বদলপুর ইউ/পি, কাজী মাওঃ জয়নাল আবেদীন জালাল ৪নং কাকাইলছেও ইউ/পি, আজমিরীগঞ্জ-হবিগঞ্জদের কাছ থেকে তাদের অনিয়মের ব্যবহৃত তিনটি নিকাহ রেজিস্টার বহিঃ জব্ধ করেন জেলা রেজিস্টার। এন্তার অভিযোগ হবিগঞ্জ জেলা সদরসহ কিছু সংখ্যক কাজীদের অনিয়ম দিনদিন বেড়েই চলেছে। তারা সরকারের বিধি বিধানের তোয়াক্কা করছেন না, এদের অনিয়মে জনভোগান্তি বাড়ছে। সরকারী নিয়ম অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার ফিস আদায় করার নিয়ম থাকলেও কাজীরা মনগড়া আদায় করে আসছে। এ ব্যাপারে সচেতন মহলের কেউ কোন ধরনের প্রতিবাদ করলে জামাত নেতা কাজী সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান যোগসাজষে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে আসছেন। শুধু তাই নয় হবিগঞ্জের কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জামাত নেতা হওয়ায় সুবাদে সারা জেলাতে অনিয়ম ও দুর্নীতির পুকুর বানিয়ে আসছে। তাদের সাথে বিভিন্ন স্থানে অপরিচিত লোকজনের আনাগোনা থাকাতে জনসাধারণ ভিতস্থ হয়ে পড়েছেন।এ ব্যাপারে হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ ইলিয়াস হোসেনের সাথে আলাপের ফলে তিনি তাদের নিকট থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ২৩ অক্টোবর ২০১৮ইং তারিখে অনিয়মকৃত তিনটি নিকাহ বহি জব্দ করার কথা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com