হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে দুই সহোদরকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল ছিনতাই করে নিয়েছে দূর্বৃত্বরা।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার ফরিদপুর গ্রামের শাহা মিয়ার পুত্র মো. মাহবুব মিয়া ও তার ভাই বাচ্ছু মিয়া।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাদনা গ্রামে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, মাহবুব মিয়া ও তার ভাই বাচ্ছু মিয়া চট্টগ্রামে ব্যবসা করেন। ওই সময় তারা চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে লাখাই উপজেলার মাদনা পৌঁছামাত্রই একদল মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে তাদের সঙ্গে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, চারটি মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের একজনকে চিনতে পারায় দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, ছিনতাইকারীদের এলোপাতাড়ি কোপে তাদের শরীরের বিভিন্ন অংশের রগ কেটে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply