সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে দালাল মালেককে আটক করেছে পুলিশ

হবিগঞ্জে দালাল মালেককে আটক করেছে পুলিশ

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। বারবার তাদেরকে আটকের পরও দমন করা যাচ্ছে না। পুরুষ দালালের পাশাপাশি মহিলা দালালের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর এসব নিয়ন্ত্রণ করছেন একশ্রেণির প্রাইভেট হাসপাতালের মালিকরা। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই নহিন উদ্দিনসহ একদল পুলিশ জরুরি বিভাগের সামন থেকে নতুন বাসস্ট্যান্ড এলাকার জাপান হসপিটালের নিয়োজিত দালাল আব্দুল মালেক (৩৫) কে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্য দালালরা পালিয়ে যায়। সে অনন্তপুর এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র। জানা যায়, তালিকা অনুযায়ী ৭০ জনের বেশি নারী-পুরুষ দালাল রয়েছে হাসপাতালে। এদের মাঝে অনেকেই ফার্মেসী ও প্রাইভেট হাসপাতালের নিয়োজিত দালাল। গ্রামগঞ্জ থেকে রোগীরা আসা মাত্রই জরুরি বিভাগের সামন থেকে প্রলোভন দিয়ে রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় এবং মোটা অংকের টাকা আদায় করে। বিষয়টি নিয়ে হাসপাতালের কমিটি সিদ্ধান্ত নেয় হাসপাতালের ভেতর দালাল প্রবেশ করতে পারবে না। কিন্তু এরপরও দালালরা কৌশলে কিছু কর্মচারিদের ম্যানেজ করে প্রবেশ করছে। আর হয়রানি করছে সাধারণ মানুষকে। ওসি মাসুক আলী জানান, দালালদের ব্যাপারে কোনো ছাড় নয়। জরুরি বিভাগের সামনে থানার নম্বও দেয়া আছে। ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া পুলিশ বাদি হয়ে দালাল মালেকের বিরুদ্ধে মামলা দিয়ে গত সোমবার বিকেলে আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com