নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ছয়টি শাখা কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ছয়টি শাখা কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
শাখাগুলো হল- হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, আজমিরীগঞ্জ উপজেলা, বৃন্দাবন সরকারি কলেজ ও আজমিরীগঞ্জ সরকারি কলেজ।
হবিগঞ্জ সদর উপজেলা শাখায় রিয়াজ উদ্দন জুনায়েদকে সভাপতি, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতকে সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রসনজিত দেবকে সভাপতি, মোঃ কামরুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক ও মোঃ সুমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ মিলোয়ার হোসেনকে সভাপতি ও তোফাজ্জল হোসেন অনিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌর শাখায় হাবিবুর রহমান বিলাল কে সভাপতি, শরিফ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক ও আশিকুর রহমান উদয়কে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।
বৃন্দাবন সরকারি কলেজ শাখায় শেখ আবু মোঃ ফরহাদকে আহবায়ক, সাখাওয়াত হোসেন সেতুকে যুগ্ম আহ্বায়ক (১) করা হয়েছে।
আজমিরীগঞ্জ সরকারি কলেজ শাখায় ইমন আহমেদকে সভাপতি, মহিন উদ্দীনকে সাধারণ সম্পাদক ও পায়েল রায়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন- বৃন্দাবন সরকারি কলেজ শাখায় ৩ মাসের জন্য আহ্ববায়ক কমিটি ও অন্য কমিটিগুলো ১ বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
Leave a Reply