নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগণের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। এবং তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ ও প্রহসনের রায়ের প্রতিবাদ জানিয়ে সকল রাজবন্দিদের মুক্তির দাবি করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সৈয়দ জনি আহমেদ, জসিম মাহমুদ, মুর্শেদ আলম, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম রাব্বী, কাউছার আহমেদ রনি, সৈয়দ আশরাফ আহমেদ, সজীব আহমেদ হৃদয়, পরান আহমেদ, আরফিন আবদাল রিয়াদ, শাহ আমিন, আরিফ খান, শামছুল আলম রিপন, আব্দুল্লাহ পারভেজ, শামিম আহমেদ, মিজবাহ উদ্দিন ছাদেক, মুবারক আহমেদ, কাউছার আহমেদ, তরিকুল ইসলাম রাজিব, মবিন আহমেদ।
Leave a Reply