নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের বেবি স্ট্যান্ড এলাকায় নয়ন স্টোরে খাদ্য বিক্রির ডিলিং লাইসেন্স না থাকায় এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে এবং নয়ন স্টোরকে দ্রুত লাইসেন্স সংগ্রহের তাগিদ দেয়া হয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply