হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ এ প্রতীক বরাদ্দ দেন।

আসন অনুযায়ী প্রার্থীরা হলেন-

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) : ৬ জন

গাজী মোহাম্মদ শাহনওয়াজ (আওয়ামীলীগ) – নৌকা
রেজা কিবরিয়া (ঐক্যফ্রন্ট/গণফোরাম) – ধানের শীষ
মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি) – লাঙ্গল
চৌধুরী ফয়সল শোয়েব (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ) – মই
মোঃ নুরুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ) – গামছা
জুবায়ের আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) – মোমবাতি

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) : ৭ জন

আব্দুল মজিদ খান (আওয়ামীলীগ) – নৌকা
শংকর পাল (জাতীয় পার্টি) – লাঙ্গল
মাওলানা আব্দুল বাছিত আজাদ (ঐক্যফ্রন্ট) – ধানের শীষ
আফছার আহমদ (স্বতন্ত্র) – সিংহ
আবুল জামাল মসউদ হাসান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা
এডভোকেট মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ) – গামছা
পরেশ চন্দ্র দাস (ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি) – আম

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) : ৫ জন

মোঃ আবু জাহির (আওয়ামীলীগ) – নৌকা
আলহাজ্ব মোঃ জি কে গউছ (বিএনপি) – ধানের শীষ
মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি) – লাঙ্গল
পীযুষ চক্রবর্তী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি) – কাস্তে
মুহিব উদ্দিন আহমদ সোহেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) : ৫ জন

মোঃ মাহবুব আলী (আওয়ামীলীগ) – নৌকা
আহমদ আব্দুল কাদের (ঐক্যফ্রন্ট/খেলাফত মজলিশ) – ধানের শীষ
শেখ মোঃ সামসুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা
মৌলানা ছোলাইমান খান রাব্বানী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- মোমবাতি
মোঃ আনছারুল হক (জাকের পার্টি) – গোলাপ ফুল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com