লোকালয় ডেস্ক:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাণ বাজার এলাকায় বনজ কুমার নামে এক পল্লী চিকিৎসককে নামের আগে ডাক্তার লেখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট সুমী আক্তার।
১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে জনসমাগম বিষয়ে প্রচারণার সময় ওই ডাক্তারের চেম্বারে লোক সমাগম দেখতে পেয়ে অভিযান চালানো হয়। কিন্তু তিনি একজন পল্লী চিকিৎসক এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী তিনি নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না তাই এ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply