শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তন্মধ্যে ৭৩ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত বাদী হয়ে পুলিশকে কিলঘুষি মেরে ও হামলা চালিয়ে সরকারি ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
আসামীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তুরফদার তনু, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সানু, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম, জেলা যুবদলের সভাপতি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলে সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন- ১৯ ডিসেম্বর উপজেলার পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে সরকারি ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply