হবিগঞ্জের মাধবপুর ৫৫ বিজিবি’আতশবাজি আটক করেছে।
মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের একটি ভাড়া বাসায় ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমান আতশবাজি উদ্ধার করেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এ আতশবাজি গুলো উদ্ধার করা হয়। হবিগঞ্জের ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারানের নেতৃত্বে ট্রাস্কর্ফোর্সের একটি দল মাধবপুর পৌর শহরের ৪ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার ৮ শ পিস ভারতীয় আতশবাজি যার মধ্যে রয়েছে ১৮ শ প্যাকেট ভারতীয় কুবরা, তারা বাজি ১ হাজার প্যাকেট, পেরট বাজি ৮ হাজার প্যাকেট) উদ্ধার করা হয়। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, বিজিবি কে নিয়ে অভিযান চালিয়ে এ আতশবাজি গুলো উদ্ধার করা হয়। বিজিবি আতশবাজি গুলো কাষ্টমর্সে জমা দিবে।
Leave a Reply