সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
হবিগঞ্জের নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেলাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেলাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বেলাল আহমদ (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর বাজার থেকে বেলালকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কাছ থেকে কর্জ হিসেবে ৫৫ লাখ টাকা নেন একই গ্রামের আনসার মিয়ার ছেলে ও এম এস জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেলাল আহমদ। ২০১৮ সালের ২৬ আগস্ট টাকা পরিশোধের জন্য বেলাল গিয়াস উদ্দিনকে চেক প্রদান করেন। ওই বছরের ১১ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে নিয়ে গেলে একাউন্ট ক্লোজ মর্মে চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা পেতে বেলাল আহমদকে আইনি নোটিশ পাঠান গিয়াস উদ্দিন। তবে তাতেও সারা মেলেনি বেলালের। পরে গিয়াস উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। ২০২০ সালের ২০ জানুয়ারি সিলেটের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বেলাল আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ লাখ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। এরপর থেকে পলাতক ছিল বেলাল। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই গৌতমের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী শেরপুর বাজারে অভিযান চালিয়ে বেলাল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com