সোমবার দুপুরে দেওরগাছ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান।
আহতদের মধ্যে আব্দুল হাই (৫০), শাহীন মিয়া (২৫), শেফালী আক্তার (৩২), জসিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (২৭), নুরজাহান বেগম (৫০) ও কাশেম মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি বলেন, উপজেলার আজিমাবাদ গ্রামের হাশিম মিয়ার সঙ্গে কালিচুন গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িতে পড়ে। এতে ১৫ জন আহত হয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি জানান।
Leave a Reply