সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে মক্তবের জায়গা দখলের চেষ্টা

হবিগঞ্জের চুনারুঘাটে মক্তবের জায়গা দখলের চেষ্টা

প্রভাবশালী সবুজ

সরেজমিন প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের হাজী মফিজ উল্লা মক্তবের ভুমি ও মোতাওয়াল্লী মফিজ উল্লার উওারাধীকারীগনের কাছ থেকে কেড়ে নিতে চায় , একই এলাকার একটি স্বার্থনের্ষী প্রভাবশালী মহল। এদেরকে সহযোগীতা ও ইন্ধন যোগাচ্ছে। দেখাচ্ছে ক্ষমতার দাপট , তারা আইনের আদেশ ও মানছেনা। মফিজ উল্লার উওারাধীকারগন ওই ভুমি কেখোদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ চুনারুঘাট হবিগঞ্জ আদালতে মফিজ উল্লার পন্থী নেওয়া বেগম বাদী হয়ে একই এলাকার মৃত খুর্শেদ আলীর পুএ শওকত হায়দার সবুজ মৃত ইন্তাজ উল্লার পুএ মমিন মিয়াকে আসামী করে এক স্বত্ব ১/১৮ ইং নং মোকদ্দমা দায়ের করেন। বাদী নেওয়া বেগম আদালতে আসামীদের বিরুদ্বে এক নিষেধাজ্ঞারের আদেশ পাওয়ার জন্য এক আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত আসামীদের প্রতি দশ দিনের মাধ্যমে কারন দর্শানো জন্য আসামীদেরকে নিদেশ দেন। আসামীরা দশ দিনের মধ্যে কারন না দশালে বাদী নেওয়া বেগমের পক্ষে ও আসামীদের বিরুদ্ধে এক অস্থায়ী নিষেধাজ্ঞারের আদেশ প্রদান করেন আদালত। যাহাতে বাদীর শান্তির্পুন দখল কার্য্যে কোন প্রকার বাঁধা কি প্রতিবন্ধ কতা সৃষ্টি না করতে আসামীদের নিষেধ প্রদান করেন। এতে ও আসামীরা থেমে থাকেনি তারা চুনারুঘাট থানার পুলিশকে দিয়ে বাদীনির ৩ কন্যাকে জমি থেকে ধরে নিয়ে আসে পুলিশ। তৎপর ৩ ঘন্টা পর মুছলেকা রেখে মুক্তি দেয় পুলিশ। গত ১২ সেপ্টেম্বর আসামী শওকত ও মমিন মিয়াগং আদালতে জবাব দেন। নিয়ে আসেন যানবাহনে করে তার দলবলের শত-শত লোকজন এবং বাদী ও আসামীদের সম্মুখে দুপক্ষের আইনজীবিগন আদালতে দীর্ঘ শুনানীন্তে ১৭ সেপ্টেম্বর আদালত বাদী নেওয়া বেগমের পক্ষে ও আসামীগনের বিরুদ্বে মোকদ্দমা নিষ্পওি না হওয়া পর্যন্ত স্থায়ী নিষেধাজ্ঞারের আদেশ প্রদান করেন। কে মানে কারবানী ক্ষমতার প্রভাব আর পেশিশক্তি কি আইনের ধার-ধারে তার বাহীনি নিয়ে ২৬ সেপ্টেম্বর প্রকাশ্যে বাদীকে মারপিট করে, প্রাননাশের হুমকি – দেয় সবুজ ও মমিন বাহীনি। অসহায় বাদীনি নেওয়া বেগম চুনারুঘাট থানায় খবর দিলে তদন্তকারী কর্মকর্তা আশরাফুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদের নিষেধ করে আসেন যাহাতে বাদীনির শান্তির্পুন দখলে কোন প্রকার বাঁধা না দেন। তারা এখন ও বাদীনিকে ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাননাশের হমকি দিচ্ছে। একটি সূএে জানা যায়, সবুজগং একই উপজেলার গোগাউড়া জামে মসজিদের জমি দখলের জন্য পায়তারা করে,মামলা দেয় সবুজগং বাদী হয়ে মসজিদ কমিটির সভাপতি ফনির মিয়াগংদের একাধিক সাজানো মামলা দায়ের করে। তার বাহীনি নিয়ে মসজিদের ভুমি দখলের চেষ্টা চালায়। এলাকাবাসী তাদেরকে ধাওয়া করলে দুরে পালিয়ে গিয়ে রেহায় পায়। একটি কথায় আছে কয়লা ধয়লে ময়লা যায় না। আইনের নিষেধাজ্ঞারের প্রতি বৃদ্ধাঙুল প্রদর্শন করে জোর –জবর ভুমি দখলের চেষ্টা। সচেতন মহলে দেখা দিচ্ছে আলোচনার ঝড় আদালতের নিষেধাজ্ঞার মানছে না কেন , তাদের কুটির জোর কোথায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com