জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর ভাটারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে র্যাব। ২৪ এপ্রিল ধর্ষণের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সোমবার দুপুরে র্যাব-১ থেকে জানানো হয়, রোববার রাতে ভাটারা থেকে মো. রুবেল উকিলকে আটক করা হয়। পরে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন।
জানা যায়, স্ত্রী পেশাগত কারণে বাসার বাইরে গেলে তার আগের ঘরের কিশোরী কন্যাকে একাধিকবার ধর্ষণ করেন রুবেল উকিল।
র্যাব কর্মকর্তারা জানান, ২০০৫ সালে ওই নারীর (কিশোরীর মা) সঙ্গে মাদারীপুর জেলার রাজৈর থানার এক ব্যক্তির বিয়ে হয়। ওই সংসারে কন্যা সন্তানের (ভিকটিম) জন্ম হয়। ২০০৯ সালে তালাক হয়। একই বছর ওই নারী বরিশাল জেলার বিমানবন্দর থানার চন্ডিপুর এলাকার মো. রুবেল উকিলেরে সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। রুবেলের স্ত্রী আগের ঘরে জন্ম নেওয়া কন্যাকে বাসায় রেখে প্রতিদিন সকালে তার পেশাগত কাজে বাইরে যান। দুপুরের পর বাসায় ফিরে আসেন। স্ত্রীর অনুপস্থিতিতে সৎ কন্যাকে একাধিকবার ধর্ষণ করেন রুবেল মিয়া। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল সকালে স্ত্রী বাসার বাইরে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করেন রুবেল মিয়া।
Leave a Reply