সেনা বাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের

সেনা বাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের

সেনা বাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
সেনা বাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের

ডেস্ক: সিটি নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি জানিয়ে সেনা বাহিনীর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন: আমি জিজ্ঞেস করতে চাই তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিলো, তখন কোনো নির্বাচনে সেনা বাহিনী নিয়োগ করেছিলো?

শুক্রবার বিকালে রাজধানীর হোটেলে হোয়াইট স্যান্ড রিসোর্ট আয়োজিত বদলে যাচ্ছে কক্সবাজার শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন: আপনি নিজে যা করেন নি, সেটা দাবি করেন কেন? এটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে। সিটি করপোরেশন নির্বাচনে কি সে রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে? তাহলে অযোক্তিক দাবি, এই দাবিটা করে সেনা বাহিনীকে কেন বিতর্কিত করতে চাইছেন?

কাদের বলেন: সেনা বাহিনী নিয়োগের যৌক্তিকতা কতটুকু? সে রকম পরিস্থিতি হলে সেনা বাহিনী নিয়োগ করবে কী না- সেটা ইলেকশন কমিশন সরকারের সঙ্গে আলাপ করবে। ইলেকশন কমিশন ডিমান্ড দেবে। কারণ আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনের সময় ইসির অধীনে গেলেও সেনা বাহিনী কিন্তু যাবে না। সেনা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিনে থাকবে। সেনা বাহিনী নিয়োগ করতে হলে সরকারকে ইসি অনুরোধ করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচরণ বিধি পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে, বিশেষ করে পার্লামেন্টারী ডেমোক্রেসি যে সমস্ত দেশে আছে, যে কোনো নির্বাচনে প্রধানমন্ত্রী সব নির্বাচনে ক্যাম্পেইন করতে পারে। ভারতে দেখুন, এই যে কয়েকদিন আগে আমাদের পাশের রাজ্যে ত্রিপুরা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বিধান সভার নির্বাচন বিধান সভার নির্বাচনে প্রচারণা চালিয়েছে।

আমাদের দেশে মন্ত্রীও পারবে না, এমপিও পারবে না। সব দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে সেই সুযোগ কেন থাকবে না?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com