সংবাদ শিরোনাম :
সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের

সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ’র বিরুদ্ধে দুদকের অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেন বানিয়াচং ১ নং উত্তর- পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার মৃত জামান উল্লার পুত্র মোঃ মোতাব্বির হোসেন নামে এক ব্যক্তি। গতকাল সোমবার (৭ নভেস্বর) এই অভিযোগটি দায়ের করেন। সূত্র জানিয়েছে, নতুন এই অধ্যক্ষ যোগদানের পর থেকেই বদলে যেতে থাকে কলেজের পরিবেশ। বানিয়াচং সুফিয়া মতিন কলেজে যেখানে ওই অধ্যক্ষ আসার আগে অনার্সের ফরম পূরণ ফি ছিল ৩ হাজার ১শ টাকা আর এখন নেয়া হচ্ছে ৪ হাজার ৭শ টাকা করে। অনার্সের সকল শিক্ষার্থীদের সেমিনার লাইব্রেরীর জন্য চলতি বছরে ১ হাজার ৫শ টাকা করে আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ সুলতান আহমেদ ভূইয়া। বিষয়টি নিয়ে একটি বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষকের কাছে প্রতিবাদ করলে কেউ কর্ণপাত করে নি। এইচএসসির রেজিষ্ট্রেশন ফি যেখানে অন্যান্য কলেজ নিয়েছে ১ হাজার ৮শ টাকা সেখানে ওই কলেজের অধ্যক্ষ নিয়েছেন ৩ হাজার ৫শ টাকা করে। এ সকল সিদ্ধান্ত তিনি গভর্নিং বডির সাথে কথা না বলে তাদেরকে না জানিয়ে এককভাবেই নিয়েছেন অধ্যক্ষ সুলতান ভূইয়াঁ। তার ব্যক্তিগত কাজ দেখিয়ে নানা অজুহাতে কলেজ ফান্ড থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। কলেজের কোনো কাজে জেলা প্রশাসক বা ওই অফিসে গেলে তার এই আশা-যাওয়ার বিল ভাউচার করে অফিস থেকে টাকা নিচ্ছেন। ব্যক্তিগত কাজে গেলেও তিনি অফিসের খাতে ভাউচার দেখিয়ে টাকা নেন। এমনকি কলেজে আসা যাওয়ার গাড়ি ভাড়াটাও তিনি বিল করে কলেজ ফান্ড থেকে নেন বলে অভিযোগে বলা হয়। তাছাড়া বিগত ৬ মাস বিভিন্ন জায়গায় আসা যাওয়ার খরচ বাবদ তার টিএডিএ’র বিল দেখিয়ে কলেজ ফান্ড থেকে ২ লাখ টাকা নিয়ে খরচ করে ফেলেছেন অধ্যক্ষ সুলতান আহমেদ ভূইঁয়া। অভিযোগের সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবন্থা নেয়ার জন্য দুদক কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন অভিযোগকারী মোতাব্বির হোসেন। প্রসঙ্গত, বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূইয়ার বিরুদ্ধে সভাপতিকে না জানিয়ে কলেজ শিক্ষার্থীদের পোশাক বদল, আইডি কার্ডের নাম করে টাকা আদায়, শিক্ষার্থীদের বেতন রশিদ না দেয়া, ভ্রমন বিলের নামে ভূয়া ভাউচার করে ফান্ড থেকে টাকা নেয়া, ঠিক মতো কলেজে না আসাসহ নানা অভিযোগ রয়েছে। এগুলো নিয়ে বিগত গভর্নিং বডির সভায় সভাপতিসহ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। খোদ কলেজ ফাউন্ডার সদস্যরাও তার এসব কর্মকান্ডে নাখোশ রয়েছেন। কলেজ অধ্যক্ষ সুলতান আহমেদ ভূইয়া এসব অনিয়ম ও অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে জিবি কমিটির ২ সদস্যদের দিয়ে অডিট করার জন্য কমিটি গঠন করে দিয়েছেন গভর্নিংবডির সভাপতি পদ্মভূসন সিংহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com