সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকির শতাধিক বিলাসবহুল গাড়ি এখন সিলেটে! দুবাইয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অপরাধ কর্মকাণ্ড রোধে সতর্ক পুলিশ শাহজীবাজার মাজারে প্রশাসনের আদেশ অমান্য করে কাফেলার আয়োজন সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক কোরেশনগরে হোটেল যুবরাজ থেকে লাশ উদ্ধার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছেলের বিয়ের দাওয়াতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মায়ের
সুন্দরী ট্রাক চালকে মজেছেন সবাই

সুন্দরী ট্রাক চালকে মজেছেন সবাই

সুন্দরী ট্রাক চালকে মজেছেন সবাই
সুন্দরী ট্রাক চালকে মজেছেন সবাই

লোকালয় ডেস্কঃ সড়ক পরিবহনগুলোর মধ্যে ট্রাক চালানো সবচেয়ে কঠিন মনে করা হয়। সাধারণত পুরুষদের এই দায়িত্বে দেখা যায়। তবে জাপানের এক নারী সব ঝুঁকি উপেক্ষা করে, সবাইকে টেক্কা দিয়ে হাতে তুলে নিয়েছেন ট্রাকের চাবি। পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল।

বলছি জাপানি নারী রিনো সাসাকির কথা। আটাশ বছর বয়সি এই নারী পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্রাক চালকের পেশা, যেটা জাপান নয়, এশিয়া মহাদেশেই বিরল। ইতোমধ্যে তিনি কোনোরকম দুর্ঘটনা ছাড়াই পাড়ি দিয়েছেন দুই লাখ কিলোমিটার। পেয়েছেন জাপানের প্রথম নারী ট্রাক চালকের খেতাব। সেই সঙ্গে আরো একটি খেতাব পেয়েছেন রিনো। তিনি বিবেচিত হচ্ছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী ট্রাক চালক হিসেবে। নারী হয়ে ট্রাক চালানোর মতো একটি সাহসী পেশা বেছে নেয়ার জন্য প্রচুর প্রশংসাও তিনি পাচ্ছেন।

তবে এত প্রশংসা ও খেতাব যে পেশার জন্য, সেই পেশায় আসার ইচ্ছা ছিল না রিনো সাসাকির। তার বাবা পেশাদার ট্রাক চালক হলেও সাসাকি ছিলেন নাচের শিক্ষক। কিন্তু হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে এই পেশা তিনি বেছে নেন। প্রথমদিকে খারাপ লাগলেও ধীরে ধীরে পেশার প্রতি ভালোলাগা তৈরি হয়। এরপর সব ছেড়ে ট্রাক চালানোকেই পেশা হিসেবে নেন তিনি। গত সাত বছর ধরে ট্রাক চালাচ্ছেন। ইতিমধ্যে জাপানের প্রায় সব জায়গাতেই তিনি গিয়েছেন।

সাসাকি তার দৈনন্দিন কাজের ছবি মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। কারণ তিনি চান তার মতো আরো জাপানি নারী এ পেশায় আসুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com