সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট

সুনামগঞ্জ-হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট

সুনামগঞ্জের কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়। জ্ঞান অর্জনে ক্ষুদে শিক্ষার্থী এই বিদ্যালয়ে আসে। কিন্তু শিক্ষক সংকটের কারণে নিয়মিত হয় না সব বিষয়ে পাঠদান। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।জানা গেছে, জেলায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে দুই হাজার ২০০টি। এসব প্রতিষ্ঠানে ১০ হাজার শিক্ষক থাকার কথা থাকলেও নিয়োগ জটিলতায় ৯৮৩টি পদই শূন্য রয়েছে।শিক্ষকরা জানান, শিক্ষক সংকটে সুষ্ঠুভাবে পাঠদান পরিচালনা করা খুব কষ্টকর। আমরা শিশুদের পুরোটাই দেয়ার চেষ্টা করি; কিন্তু সেই পরিবেশতো আমাদের নাই।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান জানান, শিক্ষক ঘাটতি পূরণে একটা উদ্যোগ নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যে শিক্ষকদের মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পূর্ণ করেছি।একই চিত্র হবিগঞ্জ শহরের স্বনামধন্য বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের। পর্যাপ্ত শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান।হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ইতিমধ্যে এ বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের অধিদফতর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটা দেখছেন। জেলার ৬টি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com