সিলেটে এসএসসিতে ফল পরিবর্তন ১৬৫, নতুন জিপিএ ৩০ জন

সিলেটে এসএসসিতে ফল পরিবর্তন ১৬৫, নতুন জিপিএ ৩০ জন

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ১৬৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, এসএসসিতে খাতা পুনর্মূল্যায়নে ১১ হাজার ৮৭৫ জন ২৩ হাজার ৭৯০টি আবেদন করেছিল। এর মধ্যে ১৬৫ জনের খাতার নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৪৯ জনের জিপিএ পয়েন্টে পরিবর্তন এসেছে। ৩০ জনের জিপিএ-৫ ছাড়াও নম্বর বেড়েছে ১৩ জনের। এছাড়া অকৃতকার্য হয়েছে তিনজন।

উল্লেখ্য, গত ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। আর জিপিএ- ৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৬ হাজার ৪০৭ জন। এর মধ্যে ৬৪ হাজার ৪৩৪ জন ছাত্রী ও ৪৯ হাজার ৯৭৩ জন ছাত্র। এবার মোট পাস করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com