সাকিবের শাস্তিটা কম হয়ে গেছে: মাইকেল ভন

সাকিবের শাস্তিটা কম হয়ে গেছে: মাইকেল ভন

সাকিবের শাস্তিটা কম হয়ে গেছে: মাইকেল ভন
সাকিবের শাস্তিটা কম হয়ে গেছে: মাইকেল ভন

সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞা- ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এখন এটিই। দেশি-বিদেশি সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গায় রীতিমতো ঝড় তুলেছে এই খবর।

জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। সাকিব দোষ স্বীকার করায় এক বছর পরই মাঠে ফিরতে পারবেন।

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে টুইটারে চলছে নানা আলোচনা-সমালোচনা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন, সাকিবের শাস্তিটা কম হয়ে গেছে। ভন টুইট করেন, ‘সাকিব আল হাসানের জন্য কোনো সমবেদনা নেই। এ যুগে ক্রিকেটাররা কী করতে পারবে আর কী পারবে না, তা সব সময়ই বলা হয়। এবং তাদের কী রিপোর্ট করতে হবে, সেটাও বলা হয়। দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, এটা আরও বেশি হওয়া উচিত ছিল।’

সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার স্কট স্টাইরিসও ভনের সঙ্গে একমত, ‘এক বছরের নিষেধাজ্ঞা? কেন? এটা কমপক্ষে দুই বছর হওয়া উচিত ছিল।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার টুইট, ‘সাকিব আল হাসানের এই শাস্তি সব ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদদের জন্য একটি শিক্ষা; আপনি যদি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে খেলার চেয়েও বড় হতে চান তাহলে চরম পতনের জন্যও তৈরি থাকুন। ব্যাপারটা দুঃখজনক।’

ভারতের ক্রীড়া সাংবাদিক ও লেখক বরিয়া মজুমদার অবশ্য মনে করেন, সাকিবের শাস্তিটা আরও কম হওয়া উচিত ছিল, ‘এক বছর স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছর নিষিদ্ধ হওয়া সাকিবের জন্য বড় আঘাত। নির্মম? সে কিন্তু কোনো দুর্নীতি করেনি। তাকে কি আরেকটু কম শাস্তি দেওয়া যেত না? বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা।’

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের টুইট, ‘সাকিবের খেলা সব সময়ই উপভোগ করেছি। আশা করি সে ভালোভাবে ফিরে আসবে। ভবিষ্যতে ক্রিকেটের প্রতি সে নিজের সম্মানটাও দেখাবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com