লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল। রবিবার পৌরভবনের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন। হবিগঞ্জ পৌরসভায় নানা সমস্যা রয়েছে। পৌরবাসীর কল্যাণে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরে গনমাধ্যম পৌরসভার কর্মকান্ডে সহায়ক ভূমিকা পালন করে। তিনি অতীতের মতো হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ ভবিষ্যতেও পৌরসভার কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র পৌরসভার দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি পৌরসভার পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজনে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, শেখ নূর হোসেন, গৌতম কুমার রায় ও খালেদা জুয়েল। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ এ আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, শামীম আহছান, লোকালয় ২৪ এর প্রতিষ্ঠাতা এমদাদুল ইসলাম সোহেল, হৃদয় চৌধুরী, সঞ্জব চৌধুরী, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, মোঃ হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, এডভোকেট রুহুল হাসান শরীফ, হাফিজুর রহমান নিয়ন, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট আব্দুস সহিদ, চৌধুরী মোঃ ফরিয়াদ, মোঃ আলমগীর খান, সায়েদুজ্জামান জাহির, রফিকুল হাসান চৌধুরী তুহিন, এডভোকেট এম এ মজিদ, শাকিল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহাম্মদ আলী মমিন, মোঃ আব্দুল হালীম, রাশেদ আহমেদ খান, টিপু চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল, আশরাফুল ইসলাম কোহিনুর, আব্দুর রউফ সেলিম, এম এ ওয়াহিদ, মোঃ নুর উদ্দিন, শরীফ চৌধুরী, এস এম সুরুজ আলী, ছানু মিয়া, মঈন উদ্দিন আহমেদ, খান রাহাত চৌধুরী চপল, রনু বিশ্বাস, আ ফ ম সাইফুদ্দিন জাবেদ, মোঃ নজরুল ইসলাম, মজিবুর রহমান, জাকির চৌধুরী, কাজল গোপ প্রমুখ।
Leave a Reply