সময়মত মশার ওষুধ না কেনার দায় সরকার এড়াতে পারে না: হাইকোর্ট

সময়মত মশার ওষুধ না কেনার দায় সরকার এড়াতে পারে না: হাইকোর্ট

সময়মত মশার ওষুধ না কেনার দায় সরকার এড়াতে পারে না: হাইকোর্ট
সময়মত মশার ওষুধ না কেনার দায় সরকার এড়াতে পারে না: হাইকোর্ট

ঢাকা- সময়মতো কার্যকরী মশার ওষুধ বিদেশ থেকে আনতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। কার্যকরী মশার ওষুধ কেনার দায় ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আদালত।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

শুনানিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাখির করা প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় কোম্পানি থেকে আনা নতুন দুই ধরণের মশার ওষুধ আনা এবং গত ১০ আগষ্ট থেকে তা ছিটানো হচ্ছে।

পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ এই ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

এর আগে, স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টে একটি প্রতিবেদনে দাখিল করে জানিয়েছে, ভবিষ্যতে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ এ ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ৬৩ হাজার ৫১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com