হবিগঞ্জের মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ১০জন অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।সেলাই মেশিনের সাথে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ। তথ্য আপা’র আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মির্জা মোহাম্মদ হাসান।উপস্থিত ছিলেন- প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, তথ্যসেবা কর্মকর্তা মেরিন নাসরিন, সুকোমল রায়, চেয়ারম্যান আলাউদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক আজিজুন্নেছা আক্তার, শ্রীধাম দাশ গুপ্ত, লিটন রায়, সাংবাদিক আয়ুব খান, মিজানুর রহমান, একরামুল আলম লেবু, কৃষকলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply