ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়ে তারা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। কোনোভাবে সুপার টুয়েলভে পৌঁছালেও হতশ্রী পারফরম্যান্স ছিল সমালোচিত। প্রশ্ন উঠেছিল, নিজেদের মতো করে পিচ বানিয়ে ঘরের মাঠে জিতে কী লাভ?
বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছে প্রথম দুই খেলায়। তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহর নাটকীয় শেষ ওভার জমিয়ে তুলেছিল খেলা। তারপরও হেরে গেছে ৫ উইকেটে।
টি-২০ সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতলেও বাংলাদেশের উইকেটের সমালোচনা করেছেন সাবেক গতি তারকা শোয়েব আকতার। তিনি বলেন, ‘এমন উইকেটে খেলে কোনো লাভ নেই। যদি বাউন্সি উইকেটে বাংলাদেশ না খেলে, তাহলে ব্যাটিং, বোলিং কোনোটিরই উন্নতি হবে না। কেবল স্পিন দিয়ে আর কত দিন জিতবে বাংলাদেশ?’
Leave a Reply